যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নির্মাণ হতে যাচ্ছে ১০তলা আধুনিক ভবন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থে গণপূর্ত বিভাগ প্রথম দিকে ৪তলা পর্যন্ত ভবন নির্মাণ করবে বলে জানিয়েছেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুণ অর রশিদ।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য বিভাগে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কাথা বলেন।
এসময় তত্ত্বাবধায়ক জানায়, হাসপাতালে চিকিৎসক ও অন্যান্য বিভাগের জনবল সংকটের মধ্যে সেবা প্রদান করছেন কর্তব্যরতরা। এছাড়া তিনি আরো জানায়, হাসপাতালে যুক্ত হয়েছে নতুন প্যাথলজি পরীক্ষার মেশিন, অক্সিজেন প্লান্ট।
মতবিনিময় কালে তত্ত্বাবধায়কের সাথে ছিলেন, মেডিকেল কলেজের সার্জারি বিভাগীয় প্রধান ডাক্তার শরিফুল আলম খান, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আফম বজল্লুর রশিদ টুলুসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।
এ সময় স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকার মেডিকেল কর্মরত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, শহীদ জয়, শহিদুল ইসলাম দইচ, এস হাসমী সাজু, বিল্লাল হোসেন, ফয়সল ইসলাম প্রমুখ।