যশোর জেলা আইন শৃংখলা সংত্রান্ত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলার রাস্তায় যানবাহন চলাচলের জন্য গর্তগুলো বন্দের বিষয়ে কাজ করতে সড়ক ও জনপথ বিভাগকে বলেন, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
এসময় তিনি বলেন, সব কাজে টেন্ডার লাগে না। তেমনি টেন্ডার ছাড়া রাস্তার গর্ত বন্ধের কাজ করা যায়। গর্ত না থাকলে পরিবহন ভাল ভাবে চলাচল করতে পারবে। তেমন দুর্ঘটনা ঘটবে না।
জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় এ নির্দেশ দেন তিনি। সেই সাথে তিনি নদ ও নদী থেকে বালূ উত্তোলন কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেন।
সড়ক জনপথের উপবিভাগীয় প্রকৌশলী মাহাবুব হায়দার বলেন, রাস্তার গর্ত বন্দের কাজ অব্যাহত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নুরে আলম সিদ্দিকী বলেন, চুরি, ডাকাতি রোধে সুনিদিষ্ট স্থানে চেকপোষ্ট বসানো হয়েছে। এরপর থেকে চুরি, ডাকাতির তেমন খবর পাওয়া যাচ্ছে না। বিজিবির মেজর ফারজিন ফাহিম বলেন চোরাচালান রোধে বিজিবি সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে।
সভায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী পাল বলেন, ঝিকরগাছা উপজেলার কালি মন্দিরের সামনে, হাসপাতাল মোড়, লাইজানি রেলক্রসিংয়ের সামনে বেশি সড়ক দূর্গটনা ঘটছে। এসব স্থানে স্প্রীড ব্রেকার নির্মানের দাবী জানিয়েছেন।
সিভিল সার্জন ডাক্তার মাহামুদুল হাসান বলেন, ডেঙ্গু রোগ স্বাভাবিক আছে। নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত রাখতে হবে। সকল কাজ আগের মতোই চলছে।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান বলেন, ৮টি থানায় আগের মতো পুলিশি টহল নেই। টহল না থাকায় চুরি, ডাকাতি বেড়েছে। এজন্য টহল জোরদার করতে হবে। ৫ আগস্টের আগে শ্রমিক লীগ নামধারীরা স্টেশনে ব্যবসায়ীদের মারধর করতো। মাঝে তারা থেমে থাকলেও আবার মাথা চড়া দিয়ে উঠেছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যবসায়ীদের সাথে আলোচনা করবো যাতে নিত্য প্রয়োজনী দ্রব্য ক্রেতাদের ক্রয় ক্ষমতা মধ্যে থাকে।
গ্রাম আদালতের ডিস্ট্রিট ম্যানেজার মুহিতোষ কুমার রায় বলেন, ৫০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত থাকছে। সেখানে ভাল ভাবে গ্রাম আদালতের কার্যক্রম চলছে। যেসব ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছে। তাদের দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ২৫টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ করা হয়েছে।
আরো বক্তব্য রাখেন, কারাগারের সিনিয়র জেল সুপার নুরশেদ আলম, জলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তূজা ছোট, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাবিদ হাসান, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা, বিআরটিএ‘র যশোর মোটরযান পরিদর্শক ওমর ফারুক প্রমুখ।