1. live@www.chitrarpar.com : news online : news online
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

যশোর টেকনিক্যাল এন্ড ম্যানেজমেন্ট কলেজ অধ্যক্ষ বরখাস্ত করায় সমালোচনার ঝড়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

নিয়ম বর্হিভুতভাবে কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে যশোরে শিক্ষাঙ্গনে। ব্যক্তি বিশেষের স্বার্থ হাচিলের জন্য একজন সুদক্ষ অধ্যক্ষকে চরম প্রতিহিংসার বিষবাস্প ছড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আধুনিক কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষে ২০০৩ সালে যাত্রা শুরু করে যশোর টেকনিক্যাল এন্ড ম্যনেজমেন্ট কলেজ। এলাকার কয়েকজন শিক্ষা অনুরাগী এই কলেজ প্রতিষ্ঠায় অর্থসম্পদ দিয়ে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখেন। এক কথায় প্রতিষ্ঠানটি দাড়করান। তাদের মধ্যে অন্যতম প্রকৌশলী শেখ মো. জাহিদুল ইসলাম, তার বোন জাহিদা ইদ্রিস এবং বোনাই মো. ইদ্রিস আলী। তাদের মধ্যে কলেজটি পরিচালনার জন্য অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয় প্রকৌশলী শেখ মো. জাহিদুল ইসলামকে। প্রায় ৭ বছর নিজেদের অর্থায়নে কলেজটি পরিচালনার পর ২০১০ সালে এমপিওভুক্ত হয়। তবে অধ্যক্ষ পদটি এমপিও হয় ২০১৩ সালে। অর্থাৎ প্রকৌশলী শেখ মো. জাহিদুল ইসলাম সরকারি অংশের বেতনভাতা পাচ্ছেন ২০১৩ সাল থেকে। অধ্যক্ষ হিসেবে তিনি প্রায় ১০ বছর বিনা বেতনে কাজ করেছেন এবং কলেজ পরিচালনা ও এমপিও ভুক্তির যাবতীয় আর্থি ব্যয়ে সাধ্যমত সহযোগিতা করেছেন। তার অক্লান্ত পরিশ্রম এবং পরিবারের অন্যান্য সদস্যদের সার্বিক সহায়তায় কলেজ যখন মাথা উঁচু করে দাড়াল তখনি তার মাথায় দেয়া হলো মুগুরের আঘাত। কোন কারণ দর্শানো ব্যতিত তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যা নিয়ে ছি ছি রব উঠেছে শিক্ষক মহলে।

শিক্ষা মন্ত্রণালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী কোন অধ্যক্ষ বা শিক্ষককে সাময়িক বরখাস্ত করতে হলে সুনিদ্দিষ্ঠ গুরুতর অভিযোগ থাকতে হবে। কারো বিরুদ্ধে এমন অভিযোগ থাকলে কমিটির সভা ডেকে সিদ্ধান্ত গ্রহণের পর অভিযোগের বিষয়ে তাকে কারণ দর্শানো নোটিশ দিতে হবে। প্রথম নোটিশ সন্তোষ জনক না হলে দ্বিতীয় বা তৃতীয় নোটিশ দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ দ্বিতীয় পক্ষকে আত্নপক্ষ সমার্থনের সুযোগ দিতে হবে। কিন্তু প্রকৌশলী শেখ মো. জাহিদুল ইসলামের ক্ষেত্রে কোনটি করা হয়নি। সভাপতি ক্ষমতা অপব্যবহার করে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

প্রকৌশলী শেখ মো. জাহিদুল ইসলাম জানান, কলেজ পরিচালনা কমিটির সদস্য সচিব এবং অধ্যক্ষ হিসেবে যে কোন মিটিং তাকে আহবান করার কথা। কিন্তু তার মাধ্যমে কোন মিটিং আহবান করা হয়নি। কবে কোথায় কখন মিটিং হয়েছে তা কেউ জানেন না। গত ১১ নভেন্বর কলেজের সভাপতি এডিসি শিক্ষা ও আই সিটি অফিসের সিএ হাসান তাকে ফোন করে ডেকে নিয়ে হাতে একটি চিঠি ধরিয়ে দেন। যা খুলে দেখা যায় গত ৬ নভেন্বর তাকে সাময়িক বরখাস্ত করে পত্র জারি করা হয়েছে।

সাময়িক বরখাস্তে তার বিরুদ্ধে ৩টি অভিযোগ করা হয়েছে। অভিযোগগুলো হচ্ছে, একই সাথে দুটি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন, একই সময় দুজন সভাপতির মাধ্যমে কালেজের কার্য সম্পাদিত করা এবং এমপিও ভুক্তি পর কোন নিরীক্ষা কার্যক্রম বিধিমোতাবেক না করা।

এবিষয়ে জাহিদুল ইসলাম জানান, দুটি কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের অভিযোগ সঠিক নয়। কেবরমাত্র যশোর টেকনিক্যাল এন্ড ম্যনেজমেন্ট কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি। অপর প্রতিষ্ঠান পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচাল(অবৈতনিক) হিসেবে কারিগরি শিক্ষার সাথে জড়িত আছি।

দুইজন সভাপতি প্রসঙ্গে তিনি বলেন, ১৮ মার্চ ২০২৪ ইং তারিখে এডহক কমিটি গঠন করে অনুমোদেনের জন্য কারিগরি শিক্ষা বোর্ডে পাঠানো হয়। আমি ১৫ আগস্ট অনুমোদনের চিঠি হাতে পাই। এডহক কমিটির বিধিমালা ৬ নং অনুচ্ছেদে বলা আছে কারিগরি বোর্ড কর্তৃক অনুমোদেনের দিন থেকে এডহক কমিটি কার্যকর হবে।অর্থাৎ কমিটি অনুমোদনের আগপর্যন্ত পুর্বের সভাপতি খরচের ভাউচার স্বাক্ষর করেছেন। নিরীক্ষা কার্যক্রমের বিষয়ে তিনি বলেন,২০০৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত অডিট রিপোর্ট আছে। বাকী বছরগুলোর অডিট রিপোর্ট প্রক্রিয়াধীন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের কয়েকজন শিক্ষক জানান, সভাপতি এডিসি শিক্ষা ক্ষমতা অপব্যবহার করেছেন। তিনি শিক্ষা বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে এডহক কমিটির বিধিমালা ৬ নং অনুচ্ছেদে লংঘন করেছেন। কারণ কমিটি অনুমোদন হওয়ার আগেই সভাপতির চেয়ার দখল করে বেতন বিলে স্বাক্ষরসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করেছেনতিনি। যা আইন সিদ্ধ নয়। সবশের্ষ তিনি অধ্যক্ষের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছেন তা অবৈধ। এতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হবে। যে প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে অধ্যক্ষ এবং তার পরিবারের সদস্যদের এত অবদান। সেই অধক্ষের বিরুদ্ধে বেআইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি দু:খজনক। যা নিয়ে শিক্ষক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃস্টি হয়েছে। বিষয়টি দ্রুত নিস্পত্তি না হলে পানি অনেক দুর গড়াতে পারে বলে মন্তব্য করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট