1. live@www.chitrarpar.com : news online : news online
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

যশোর ফল ব্যবসায়ী সমিতির নির্বাচনে লিটন সভাপতি ও চুন্নু সম্পাদক নির্বাচিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

উৎসবমুখর পরিবেশে যশোর ফল ব্যবসায়ী সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মনিহার মোড়ে ফল ব্যবসায়ী সমিতির অফিসে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৫৮২ জন ভোটারের মধ্যে ৫৬৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সাধারণ সম্পাদক পদে ইকবাল হোসেন চুন্নু বিনা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সভাপতি পদ নিয়ে ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। এ পদে নির্বাচিত হয়েছেন এসএম সাইফুল ইসলাম লিটন (আম)। তিনি ৩৩১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল করিম নান্নু (আনারস) পেয়েছেন ২২৯ ভোট।

এছাড়া সহ সভাপতি পদে ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম রবু (হরিণ) ও ২৯৪ ভোট পেয়ে ফজলুল হক (বাঘ)। নিকটতম প্রার্থী মিজানুর রহমান মিজান (টেলিভিশন) পেয়েছেন ২৫৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ২৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রবিউল আলম রবু (ছাতা)। নিকটতম প্রার্থী ওলিউজ্জামান মিঠু খন্দকার (মোরগ) পেয়েছেন ১৫৯ ভোট ও আব্দুর মান্নান গাজী (আঙ্গুর) পেয়েছেন ১২২ ভোট। সহ সাংগঠনিক সম্পাদক পদে ৩৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফয়সাল ইসলাম রাসেল (টেবিল ফ্যান)। নিকটতম প্রার্থী বাহাদুর গাজী (ডালিম) পেয়েছেন ১৬০ ভোট। দপ্তর সম্পাদক পদে ৩৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কে এম রওশন জাভেদ (ব্যাট বল)। নিকটতম প্রার্থী মাজেদ মোল্যা (দোয়াত কলম) পেয়েছেন ১৯৫ ভোট। প্রচার সম্পাদক পদে ৩৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহফুজুল রহমান মফিজ (বই)। নিকটতম প্রার্থী মনিরুল ইসলাম মনির (তালা চাবি) পেয়েছেন ১৭২ ভোট। ক্রীড়া সম্পাদক পদে ৩৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুর আলম (কাপ প্রিচ)। নিকটতম প্রার্থী রায়হান কবির (ফুটবল) পেয়েছেন ১৯৫ ভোট। নির্বাহী সদস্য পদে ৩২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জিলানী জনি (মোমবাতি), সোহেল রানা অপু (হাতপাখা) ২৯১ ভোট ও নুর আলম (দেয়াল ঘড়ি) ২৫৪ ভোট পেয়েছেন।

এর আগে সাধারণ সম্পাদক পদে ইকবাল হোসেন চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাইদুর রহমান রিপন, সহ সাধারণ সম্পাদক পদে শহিদুল মির্জা, কোষাধ্যক্ষ পদে হাজী শামীম ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে সালাম মোল্ল্যা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দাযিত্ব পালন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন, সদর উপজেলার সমাজসেবা অফিসার আশিকুজ্জামান তুহিন, সহকারী সমাজসেবা অফিসার আফরোজা সুলতানা রেখা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট