1. live@www.chitrarpar.com : news online : news online
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন

যশোর মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৫৬ মনোনয়নপত্র জমা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে

বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিলো ২৪ নভেম্বর। এদিন ৫৭টি মনোনয়নপত্রের মধ্যে জমা পড়েছে ৫৬টি। এর মধ্যে কাসেদুজ্জামান সেলিম ও এজাজ উদ্দিন টিপুর নেতৃত্বে সংস্কার ও উন্নয়ন পরিষদ ২৬টি, শাহিনুর হোসেন ঠান্ডু ও সেলিম রেজা বাপ্পি পরিষদ ২৭টি ও স্বতন্ত্র ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। স্বতন্ত্র প্রার্থীরা হলেন জেড এল অটোসের সত্ত্বাধিকারী সাদ্দাম হোসেন, নিউ সবুজ মটরসের সত্ত্বাধিকারী মো. সবুজ ও ফোকাস লুব্রিকেন্টসের সত্ত্বাধিকারী সিরাজুল ইসলাম।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র বাছাই হবে আজ ২৫ নভেম্বর। মনোনয়নপত্র বাতিল ও আদেশের উপর আপিল দাখিল ২৬ ও শুনানির দিন ২৭ নভেম্বর। প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ হবে আগামী ২৮ নভেম্বর। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ৩০ নভেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ১ ডিসেম্বর।

নির্বাচনী কমিশনের প্রধান করা হয়েছে যশোর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. মো. ইসহককে। কমিশনার হয়েছেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

জানা গেছে, বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ১০ ডিসেম্বর। নির্বাচনে শাহিনুর হোসেন ঠান্ডু ও আনোয়ার হোসেন সবুজ প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছিল। নির্বাচনে তারা ২৫টি পদের বিপরীতে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২০টি পদে জয়লাভ করে। আর গোলাম ফারুক লিটন-সায়েম সিদ্দিকী প্যানেল পেয়েছিল ৫টি পদ। এরপর আর ভোট হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট