স্বৈরাচার আওয়ামী সরকারের পতন ঘটার পর থেকে ভোল পাল্টে বিএনপি সাজার চেষ্টা করছেন, যশোর সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের দুর্নীতিবাজ হিসাব রক্ষক সাইফুল ইসলাম।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ঠিকাদার জানান, সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাব রক্ষক সাইফুল ইসলাম সম্প্রতি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে ঠিকাদারী কাজের চেক দেয়ার সময় ঠিকাদারদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করছেন। ঠিকাদারী কাজের চেক দেয়ার সময় তিনি ঠিকাদারদের চাপ সৃষ্টি করে প্রতিটি চেকে ১০/২০ হাজার টাকা ঘুষ নিচ্ছেন। যেসব ঠিকাদার তার চাহিদা মাফিক ঘুষ দিতে অপারগতা প্রকাশ করেন তাদের বিল আটকিয়ে হয়রানি করা হচ্ছে বলে ব্যাপক অভিযোগ উঠেছে।
ফ্যাসিবাদী আওয়ামী সরকরের সময় সাবেক উপজেলা প্রকৌশলী কুখ্যাত দুর্নীতিবাজ নাজমুল হুদার অত্যান্ত ঘনিষ্ঠ হিসাব রক্ষক সাইফুল ইসলাম নিজ অফিসের কার্য সহকারী আব্দুল মালেকের সাথে একজন আওয়ামীপন্থী ঠিকাদারের লাইসেন্সে ঠিকাদারী কাজ করতেন বলে গুরুতর অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, যশোর সদরের রাজারহাট পুকুরকুল এলাকার আওয়ামী লীগ নেতা হাজী কওছার আলীর সাথে এই বহুরুপী বিতর্কিত হিসাব রক্ষক সাইফুল ইসলাম মেসার্স রেজা ব্রিকস নামে পার্টনারশীপে একটি ইট ভাটা করেছেন যশোর-নড়াইল রোডের চাঁড়াভিটা এলাকায়। সেখানে তার প্রায় কোটি টাকা বিনিয়োগ করা আছে বলে সুত্র জানিয়েছে। ঘুষের টাকায় তিনি জমা-জমিও খরিদ করেছেন অনেক। সদর উপজেলার সাবেক দুই আওয়ামী চেয়ারম্যান শাহীন চাকলাদার ও মোস্তোফা ফরিদ আহমেদ চৌধুরীর অত্যান্ত আস্থাভাজন হিসেবে খ্যাত হিসাব রক্ষক সাইফুল ইসলাম তৎসময়ে বেপরোয়াভাবে ঠিকাদারী কাজসহ নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত ছিলেন। সে কারণে আওয়ামী নেতাদের সাথে তার ছিলো ঘনিষ্ঠ সম্পর্ক। তৎকালীন দুই সাবেক উপজেলা চেয়ারম্যানকে ম্যানেজ করে তিনি বিধি লংঘন করে বিশেষ ব্যবস্থায় দুই বছরের স্থলে নিজ এলাকায় অদ্যাবধি পর্যন্ত একটানা ৯ বছর ধরে কর্মরত রয়েছেন। যা সরকারি চাকুরী বিধি লংঘনের সামিল। তাছাড়া দুর্নীতির গডফাদার খ্যাত হিসাব রক্ষক সাইফুল ইসলাম সাবেক দুই উপজেলা চেয়ারম্যানের আমলে নানা সুযোগ-সুবিধা গ্রহণসহ বাড়ি তৈরির নকশা বাবদ বিভিন্ন লোকের কাছ থেকে প্রতিদিন হাজার হাজার টাকা ঘুষ নিতেন।
সুত্র জানায়, হিসাব রক্ষক সাইফুল ইসলাম নকশা বাবদ প্রতি মাসে অবৈধভাবে লাখ লাখ টাকা উপার্জন করে হজম করেন। যার একটি টাকাও সরকারি কোষাগারে জমা হয়নি। স্বৈরাচার আওয়ামী সরকারের পতন ঘটার সাথে সাথে হিসাব রক্ষক সাইফুল ইসলাম ভোল পাল্টে নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে ফাঁয়দা লুটছেন। এবিষয়ে হিসাব রক্ষক সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগ অস্কীকার করেন।