1. live@www.chitrarpar.com : news online : news online
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

রাজবাড়ীতে ভাই-‌বোনকে সাপের কামড়, সাপসহ হাসপাতালে স্বজনরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে

রাজবাড়ী পাংশার কসবামাজাইলে রিফাত (১৫) ও জান্না‌তি (৬) নামে সাপে কাটা দুই ভাই-‌বোনকে হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে। এ সময় দংশন করা সেই সাপটিকেও মেরে হাসপাতালে নিয়ে হা‌জির হন তাদের স্বজনরা।

সোমবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দি‌কে পাংশা উপ‌জেলা স্বাস্থ্য ক‌মপ্লেক্স হাসপাতা‌লে তাদের ভর্তি করা হয়। রিফাত ও জান্না‌তি পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়‌নের সুবর্ণখোলা গ্রামের উজির মন্ডলের সন্তান।

জানা‌ গেছে, রোববার (২৩ জুন) রাত ৮টার দিকে তাদের বাড়ির পাশ থেকে সাপ দংশন করে। পরে দ্রুত তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভ‌র্তি হয়। এ সময় তাদের দংশনকৃত সাপ‌টিকে মেরে সাথে আনা হয়।

সাপ দেখে এবং রোগীদেরকে পরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসক ডা. এনাম নিশ্চিত করেন এটি কোনো বিষধর সাপ নয়। তারপরও রোগীদের অবস্থা সম্পূর্ণ বিপদমুক্ত কিনা তা নিশ্চিত করতে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসহ অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী জানান, চি‌কিৎসা দিয়ে সাপে কাটা দুই রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভ‌র্তির পর থেকে তারা সু্স্থ আছেন। রোগীদের সা‌থে আনা সাপ‌টিকে বিষধর সাপ মনে হয়নি বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট