লালমনিরহাট জুড়ে চলছে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত৷ অতিষ্ঠ মানুষ ও পশুপাখির জীবন৷ হুমকির মুখে ফল ও ফসল। এর থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ ও দোয়া আদায় করেছেন এলাকাবাসী। এ সময় হাজার হাজার মুসল্লী অংশগ্রহণ করেন।
মঙ্গলবার দুপুর ১২টায় লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন বড়খাতা নূরানী জামে মসজিদের খতিব মাওলানা মো. নাজমুল হুদা। হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজার ব্যবসায়ী ও ওলামা সমিতির উদ্যোগে এই নামাজ অনুষ্ঠিত হয়।জানা গেছে, সকাল সাড়ে ১০ থেকে বড়খাতা উচ্চ বিদ্যালয়ে মাঠে খোলা আকাশের নিচে প্রথমে মুসল্লিরা পাপ মোচনের জন্য কান ধরে তওবা করেন। পরে টুপি ও পাঞ্জাবি উল্টে সালাতুল ইসতিসকার নামাজ ও পরে দুই হাত উল্টে ঘণ্টা ব্যাপী দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় হাজার হাজার মুসল্লি আল্লাহ কাছে চোখের পানি ছেড়ে দিয়ে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মোনাজাত করেন।