মাগুরার শালিখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিলেন শ্রীপুর উপজেলার সাবেক এসিল্যাণ্ড হাসিনা মমতাজ।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে তিনি ইউএনওর দায়িত্ব গ্রহণ করেন।
হাসিনা মমতাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর করেন।প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০১৬ সালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন তিনি। পরবর্তীতে ২০১৯ সালে মাগুরার শ্রীপুরে দুই বছরের বেশি সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যাণ্ড) হিসেবে দায়িত্ব পালন করেন। মাগুরাত শালিখা ইউএনওর দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত হাসিনা মমতাজ চুয়াডাঙ্গার জীবননগরের ইউএনও ছিলেন।