তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৭ম শ্রেণির শিক্ষার্থীকে দিনভর অফিস রুমের বাইরে বসিয়ে রাখলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে যশোর সদরের সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে। বিষয়টি নিয়ে এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম আবু হুরাইরা জয়। সে ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
সরেজমিনে জানা যায়, জয়ের সাথে সহপাঠীদের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি জানতে পেরে তাকে শাস্তি দেন ও ক্লাস থেকে বের করে দেন। এবং তার পিতাকে নিয়ে আসতে বলেন। রোববার ওই শিক্ষার্থী বিদ্যালয়ে ক্লাস করতে গেলে প্রধান শিক্ষক তার স্কুল ব্যাগ কেড়ে রেখে অফিস কক্ষের বাইরে বসিয়ে রাখেন।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা ওয়াজেদ আলী বলেন, প্রতিদিনের মতো আমার ছেলে বিদ্যালয়ে আসে। গত বুধবারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোনে ছেলের নামে অভিযোগ জানান এবং রোববার বিদ্যালয়ে আসতে বলেন। বিষয়টি নিয়ে তার কাছে ছেলের জন্য ক্ষমা প্রার্থনা করেছি। তবে তিনি এই বিদ্যালয়ে রাখতে পারবেন না এবং ছেলেকে অন্যত্র ভর্তির পরামর্শ দেন।
বিদ্যালয়ের অভিভাবক সদস্য তবিবুর রহমান বলেন, প্রধান শিক্ষককের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি তাকে মৌখিকভাবে তার টিসি দেওয়ার সুপারিশ করেছেন। যে কারণে তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হয়নি। অপর এক অভিভাবক সদস্য আমজাদ হোসেন বলেন, আমি ঘটনাটি শুনেছি, শুনেই প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি। আমরা চাই এর একটি সুষ্ঠু সমাধান হোক, শিশুটি পড়াশোনা করুক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বক্তব্য দিতে রাজি হননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম জানান, ঘটনাটি আপনাদের কাছ থেকে শুনলাম। যদি এমন ঘটনা ঘটে থাকে তবে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি যাচাই বাছাই পূর্বক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবো।