আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল করেছে জাগপা। শুক্রবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দড়াটানায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নিজামদ্দিন অমিত। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি খন্দকার আলমগীর হোসেন, বজলু হাওলাদার, সাবেত্রী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য বাবু বিশ্বাস, রেজোয়ান বাবু, সদর উপজেলা কমিটির সদস্য সোহানুর রহমান সোহান, সুরুজ খান, শহর কমিটির জাহিদ হাসান রাজু, ইমামুল ইমাম।