যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিক আলী রেজা রাজুর আজ (১৫ জুলাই) ৮ম মৃত্যুবার্ষিকী। ২০১৬ সালের এই দিনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আলী রেজা রাজু দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তিনি ষাট দশকে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতিতে আসেন। তিনি যশোর পৌরসভার চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যশোর-৩ আসনের (সদর) সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। যশোর জেলা বিএনপির সভাপতি হিসেবেও তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং এ বছর সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
এদিকে, আলী রেজা রাজুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হলে) আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। এ ছাড়াও বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন আলী রেজা রাজুর জামাতা, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।