সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।
আজ বুধবার (২৭ নভেম্বর) অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফে কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে বিষয়টি নিয়ে ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীরা দাবি করেছেন,
এটি সড়ক দুর্ঘটনা না। তাদের ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হযয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুরে ব্যবহারকারীরা পোস্ট করছেন তাদের কে হত্যা চেষ্টা করা হয়েছে । এমন ই একজন জনপ্রিয় ফেসবুক ইউজার লিখেন “সর্বনাশ আল্লাহ তায়ালা তাঁদের হেফাজত করুন আমীন ” এবং একটি ছবিও সাথে যুক্ত করে দেন তিনি ।
এরআগে এদিন আসরের নামাজের পর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ফারাঙ্গা লতাপীর মাজারসংলগ্ন মসজিদ মাঠে তার চতুর্থ দফা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। জিডির প্রক্রিয়া চলছে।