1. live@www.chitrarpar.com : news online : news online
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন

হত্যা মামলা: বাবা–ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে

জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জের ধরে সাইদুল হত্যা মামলায় বাবা-ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন– কালাই উপজেলার আওড়া কালিমোহর গ্রামের মৃত তফিজ উদ্দীনের ছেলে জয়নাল মন্ডল (৬৭), মোজাম্মেল হক (৬৫) ও মোফাজ্জল হোসেন (৬৩), মোফাজ্জলের ছেলে মোস্তফা (৪২) ও মোফসের আলী (৩৫), মোজাম্মেলের ছেলে মাহফুজার (৪৮) ও মাসুদ (৪০) বাদশার ছেলে মামুনুর রশীদ (৪৫), মৃত লসির উদ্দীনের ছেলে সামসুদ্দিন (৪১) ও আলমগীরের ছেলে বেলাল (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের সরকারি সহকারী কৌঁসুলি আবু নাছিম মো. শামীমুল ইমাম শামীম।

মামলার বিবরণে দিয়ে এই আইনজীবী জানান, ২০১৫ সালের ৫ জুলাই বিকেলে কালাই উপজেলার আওড়া গ্রামের কৃষক আব্দুস সামাদের পৈত্রিক দখলীয় সম্পত্তিতে আসামিরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মাটি কেটে তাদের অন্য জমি ভরাট করছিলেন। তখন সামাদ, তাঁর দুই ছেলে সাইদুল ও শরীফুল বাঁধা দিলে আসামিরা তাদের দেশীয় অস্ত্র দিয়ে মারধর করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

১৪ জুলাই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন সাইদুল মারা যান। এ ঘটনায় নিহতের বাবা সামাদ বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান এই আইনজীবী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট