জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (১ মে) রাত ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার বেশ কিছু পরীক্ষা-নীরিক্ষা করা হয়েছে। বাকিগুলো আগামীকাল করা হবে। দেশের বাইরে নিয়ে খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করা প্রয়োজন বলেও জানান তিনি।
এর আগে, বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি।
প্রসঙ্গত, সবশেষ গত ৩১ মার্চ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। এরপর তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। সেখানেই তার পরীক্ষা-নীরিক্ষা ও চিকিৎসা চলে। পরে ২ এপ্রিল বাসায় ফেরেন তিনি।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে তার অসুস্থতা বাড়া-কমার মধ্যে আছে। করোনা মহামারির সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে বাসায় ফেরেন তিনি। এরপর বেশ কয়েকবার হাসপাতালে যান। গত বছরের মাঝামাঝি সময়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর থেকেই বেশ কয়েকবার হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছেন তিনি। এরমধ্যে তার শরীরে অস্ত্রোপচারও করা হয়।