শনিবার, ৩০ মার্চ ২০২৪, ০১:১৬ অপরাহ্ন
Logo

নাম

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে আরও এক করোনা রোগীর সন্ধান।। ডিসি-এসপি’র জেলাবাসীকে ঘরে থাকার আহ্বান

Reporter Name / ৮৭৬ Time View / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট  
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুরে আরো একজন করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তি গত ১৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে চাপাইনবাবগঞ্জে আসেন। আক্রান্ত ব্যক্তির বয়স ৩৫ বছর এবং তার বাড়ি সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কবিরাজ পাড়া এলাকায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাদিম সরকার জানান, গত ১৭ এপ্রিল আক্রান্ত যুবক নারায়ণগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জে ফেরার পর তাকে কোয়ারেনটাইনে রাখা হয় এবং তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

মঙ্গলবার বিকেলে আক্রান্ত ব্যক্তির নমুনা প্রাপ্ত ফলাফলে দেখা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। এ নিয়ে চাপাইনবাবগঞ্জেে করোনায় আক্রান্তের সংখ্যা ২ জনে দাঁড়াল।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এজেডএম নুরুল হক এবং পুলিশ সুপার আব্দুর রকিব বিপিএম-পিপিএম (বার) জেলাবাসীকে আতংকিত না হয়ে, ঘরে থাকার, নিরাপদে থাকার।

সামাজিক দূরত্ব মেনে চলার উদাত্ত আহ্বান জানিয়েছেন। বলেন, প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের আরও সাবধান হতে হবে আর মহান আল্লাহপাকের নিকট দোয়া করতে হবে। হে মহান আল্লাহপাক আমাদের হেফাজত করুন।

আপনার মন্তব্য বা কমেন্ট লিখুন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
মামুর ব্যাটা চুরি করা থেকে বিরত থাকুন, নিজের মেধা দিয়ে নিউজ লিখুন । ধন্যবাদ।